Pages

Pages - Menu

Wednesday, 27 May 2015

ইন্টারনেট এর মাধ্যমে আয় করুন

ব্লগিং এর মাধ্যমে আয় করুন

ব্লগিং এর মাধ্যমে আয় করুন অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে ব্লগিং হচ্ছে সবচেয়ে স্থায়ী ও মজবুত মাধ্যম।ব্লগিং এর সাথে Google Adsense এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে।এজন্য যারা Google Adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাদের ব্লগিং সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন।প্রধানত: ব্লগিং সাইটের জন্যই Google তার Adsense প্রোগ্রামটি চালু করেছে।Google Adsense সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।ভার্চুয়াল জগতে একটি ব্লগিং সাইট পৃথিবীর বুকে এক টুকরো জমির চেয়েও মূল্যবান হতে পারে।একটি মানসন্মত ব্লগিং সাইটে যে কতভাবে উপার্জন হতে পারে-তা সত্যি কল্পনাতীত।Google Adsen

অনলাইনে আয় করুন (Odesk)

অনলাইনে আয় করুন (Odesk) বর্তমানে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট। সাইটটি বায়ার ও ফ্রিল্যান্সার উভয়ের কাছেই সর্বাধিক জনপ্রিয়। ফলে বর্তমানে সাইটটিতে কাজ করছে প্রায় ১ লক্ষেরও উপরে ফ্রিল্যান্সার। সাইটটিতে রয়েছে ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আর্টিক্যাল রাইটিং, Seo, প্রোগ্রামিং ইত্যাদি হাজারো প্রকারের কাজ।কেন সাইটটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য?১. সাইটটিতে 'নির্দ্দিষ্ট পরিমাণ মূল্য' এবং 'ঘন্টা হিসাবে মূল্য (Hourly job)' উভয় প্রকার কাজ রয়েছে। তবে ঘন্টা হিসাবে কাজের জন্য ওডেস্ক বেশি জনপ্রিয়। এ পদ্ধতিতে

ঘরে বসেই বাংলাদেশী ডাটা এন্ট্রি সাইটের মাধ্যমে আয় করুন ১ থেকে ১০ হাজার টাকা !!!

ঘরে বসেই বাংলাদেশী ডাটা এন্ট্রি সাইটের মাধ্যমে আয় করুন ১ থেকে ১০ হাজার টাকা !!! আজ আমি আপনাদেরকে এমন একটি বাংলাদেশী ওয়েব সাইটের ঠিকানা দেব যেখান থেকে আপনি ইচ্ছা ও কাজ করলে প্রতি মাসে সর্বনিম্ন ১-১০ হাজার বা তারও বেশী আয় করতে পারেন। এই সাইট থেকে আপনি ডাটা এন্টির অনেক কাজ পেতে পারবেন। আমরা অনেকে চাই ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য। এ জন্য আমরা oDESK, Freelance, elance.com ইত্যাদি সাইটে গিয়ে বিড করতে থাকি। কিন্তু সবাই সেখানে গিয়ে সফলতা পায় না। বিশেয করে যারা নবীন তারা সেখানে গিয়ে ভালো দিক-নির্দেশনার অভাবে ভালো কাজ পায় না। ফলে হতাশার ঝুড়ি নিয়ে সব বন্

আমার জীবনের প্রথম আয় অনলাইন আউটসোর্সিং থেকে। ৬,৮০০ টাকা মাত্র।

আমার যত ভাল লাগার বিষয় রয়েছে তার মধ্য টেকটিউনস অন্যতম। যদি কোনদিন টেকটিউনস ভিজিট না করি তাহলে আমার মনে হয়, না যেন কোন একটি গুরুত্বপুর্ণ কাজ আজ  করা হয়নি। আমি নিয়মিত টেকটিউনস ভিজিট করি কিন্তু কখনও উল্যেখযোগ্য কোন টিউন করা হয় নি। আমি নতুন টিউনার তবুও ইচ্ছে করেই আগুনে ঝাঁপ দিলাম। কারণ আমি জানি অনলাইন আয় বিষয়ক টিউন করা আর আগুনে ঝাঁপ দেয়া প্রায় সামান কথ। যদিও আমার এই টিউনটি কাউকে জ্ঞান দেয়ার উদ্দেশ্যে নয়, জাস্ট শেয়ার করা আরকি। আমি অনেকদিন থেকেই শুনে আসছি অনলাইন আউটসোর্সিং এর কথা। আমি বিষয়টির প্রতি খুবই আগ্রহী ছিলাম। আমার ইচ্ছে ছিল অনলাইন থেকে অন্তত ১ ডলার হলেও ইনকাম

প্রবাসে থেকেও ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে আয় করুন

প্রবাসে থেকেও ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে আয় করুন  আমি প্রথমেই প্রবাসী সকল ভাই ও বোনদের সালাম জানাচ্ছি। আমি বলে রাখি যারা ভালো বেতনের কাজ করেন তাদের এদিকে না আসাটাই ভালো। শুধু তারাই আসবেন যারা কাজের পাসা পাসি কিছু আয় করতে চান বা যারা সম্পূর্ণ ভাবে ব্যাকর। অনলাইনে আয় করা বাস্তব জীবনে আয় করার মতোই কঠিন। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলোতে কাজ শুরু করা সহজ। কিন্তু এগুলো থেকে বেশি টাকা আয় করা যায় না। এর তুলনায় অন্যান্য উপার্জনের পন্থায় ভালো আয়ও হয় আবার তা ধারাবাহিকভাবেও বজায় থাকে। বাংলাদেশ থেকে অনলাইন আয় রোজগারের উপায়গুলো নিম্নে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের

No comments:

Post a Comment